নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর নেতৃবৃন্দ।
নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সেলিম উদ্দিনের নেতৃত্বে বুধবার (১৪ জুন) দুপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এস এম জিয়া হায়দার ও সাধারণ সম্পাদক সালেহা বিনতে মাহমুদ স্বাক্ষরিত দুই বছরের অনুমোদন লিষ্ট প্রদানের সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি মোঃ হেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন রবি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাজল নাথ, মহিলা সম্পাদিকা শেখ ছইফা রহমান কাকলি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম ডি মাহমুদ কোরেশী, যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন সূত্রধর, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সফর আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রুহেল আহমদ প্রমূখ।
সাক্ষাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের বাস্তবচিত্র তুলে ধরে সমাজসেবায় অনন্য ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের তথ্যদিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া