সাধারণত আমরা বুঝতে পাড়ি যে গ্রাম পুলিশের কোনো গুরুত্ব নাই। তা আসলে আমরা মারাত্মক ভুল করে আসছি আমরা এখনো বুঝতে পারছি না একজন গ্রাম পুলিশ এর গুরুত্ব অনেক, একজন চেয়ারম্যান বা একজন মেম্বার এর সময় তাকে মাত্র ৫ বছর, কিন্তু একজন গ্রাম পুলিশ এর মেয়াদ হলো স্থায়ী, আমরা না বুজেই তাদের সবচেয়ে নিম্ন শ্রেণিতে ব্যবহার করি,কিন্তু আমরা ভুল করে আসছি , আমরা যদি একটু চোখ খাটিয়ে দেখি তাহলে আমরা গ্রাম পুলিশের অনেক গুরুত্বই দেখতে পাই।
একটা ইউনিয়ন পরিষদ চালাতে সর্বদা গ্রাম পুলিশ ভুমিকা রাখে যেমন পরিষদে কোনো একটা কাজ আসলে ইউপি সদস্যরা তাদেরকেই অর্ডার করে তাকেন গ্রাম পুলিশরা আদেশ পাওয়ার সাথে সাতেই কাজে লেগে
পড়েন।
এক কথায় একটি ইউনিয়ন পরিষদ এর যাবতীয় যা আছে সবই তারা পরিচালনা করে তাকেন। তার পরও আমরা তাদের উপর সন্তুষ্ট নয়, বরং আরো তাদের সাথে বাজে ব্যবহার করি।
তাই আসুন আমরা তাদের সাথে মিলে মিশে ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলি, এবং আমরা সমাজের সবাই চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশদের সাথে মিলে মিশে ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে রুপান্তরিত করি
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া