আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সকালে হযরত শাহ্ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)মাজার জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।পরে মাদ্রাসার মাঠে পরিষদের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম সুকন সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক পীরজাদা হযরত শাহ ছুফি ইলিয়াছ রজা (মা.জি.আ.),বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া,অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল মনছুর রেজবী,মাওলানা সোলাইমান, আতিকুর রহমান আতিক,মাওলানা মাহবুবুর রহমান,হাফেজ ক্বারী মোহাম্মদ জয়নাল আবেদীন,মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী,মুহাম্মদ নাছির হোসাইন,মুহাম্মদ আরমান,মুহাম্মদ হামিদ উল্লাহ প্রমুখ।
এসময় বক্তব্যে মাদ্রাসার উন্নয়নে, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ