স্টাফ রিপোর্টার: বেকার ও অদক্ষ জনগোষ্ঠীদের এগিয়ে যাওয়া লক্ষ্যে দিরাইয়ের জগদল ইউনিয়নের কলিয়ার কাপন বাজারে বুধবার বিকালে মিজানুর রহমান চৌধুরী (ছুবা মিয়া) এর সভাপতিত্বে রোমান হাসানের সঞ্চালনায় আর্থিক অস্বচ্ছল পরিবারে কর্মসংস্থান তৈরির লক্ষে সেলাই মেশিন বিতরণ করে ব্রাদার্স কমিউনিটি।
সসংগঠনের সকল সদস্য বৃন্দগণ গরিব-অসহায় ও দুস্থদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সময়ে দূরসময়ে সহযোগিতা করতে সব সময় এগিয়ে আসে ব্রাদার্স কমিউনিটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দিরাই উপজেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব প্রদীপ রায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি কামাল উদ্দিন এতে আরও বক্তব্য রাখেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানু মিয়া আওয়ামী লীগ নেতা মোজাহিদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবাব মিয়া ,আওয়ামী লীগ নেতা দারা মিয়া ,ব্যবসায়ী সিরাজুল হক,যুবলীগ নেতা কামরুল ইসলাম ,৯নং ইউপি সদস্য রুমন চৌধুরী ,যুক্তরাজ্য প্রবাসী ব্রাদার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা সদস্য আবির হোসেন মাসুম, রুমেল মিয়া চৌধুরী,সালমান আহমেদ ,নিপু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের কাজের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।বক্তব্য শেষে প্রত্যেক মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
পরিশেষে ব্রাদার্স কমিউনিটির পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব প্রদীপ রায়-কে ও প্রতিষ্ঠাতা সদস্য আবীর হোসেন মাছুম-কে সংর্বধনা ক্রেস্ট ও আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন-কে অতিথির ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান