গত ০৭/০৬/২০২৩ খ্রিঃ কালুখালী থানাধীন মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে রাশিদা বেগম(২৫) এর হত্যাকান্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের বোন আছমা বেগম বাদী হয়ে ভিকটিমের স্বামী পলাতক আসামী মোঃ আব্দুল মন্ডল @ আব্দুল মিয়া(৩১), পিতা-মৃত রুহুল আমিন @ নুরুল মন্ডল @ নুরো, মাতা-হুনুপা বেগম , গ্রাম- কোমরপুর, থানা- কালুখালী, জেলা -রাজবাড়ী এর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে কালুখালী থানার মামলা নং-০৪, তাং-০৭/০৬/২০২৩, ধারা-৩০২ পেনাল কোড রুজু করতঃ তদন্তকার্য শুরু করে কালুখালী থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ হাসানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং-২০/০৬/২০২৩ তারিখ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ আব্দুল মন্ডল @ আব্দুল মিয়া(৩১) গ্রেফতার করেন। অদ্য ইংরেজী ২০/০৬/২০২৩ তারিখ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞও আদালতে সোপর্দ করা হলে আসামী মোঃ আব্দুল মন্ডল @ আব্দুল মিয়া(৩১) বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া