ছাতকের কুমারকান্দি গ্রামের কামরুল হাসান (১৩) নিখোঁজ হয়েছে।
গত বুধবার (৫ জুলাই) সিচনি হাফিজিয়া মাদ্রাসা থেকে আছরের নামাজের পর মাদ্রাসার এরিয়ার বাহিরে বেড়ানো কথা বলে বেড়িয়ে যায়। তারপর থেকে তাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার মাদ্রাসার শিক্ষকরা।
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামের মোঃ জয়নাল উদ্দিন ও মোছাঃ সেলিনা বেগম এর দুই সন্তানের মধ্যে ১ম ছেলে সন্তান মোঃ কামরুল হাসান কে কোরআনে হাফেজ বানানো জন্য সিচনি হাফিজিয়া মাদ্রাসায় পড়তে দেন।তার জন্ম নিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স ১৩ বছর।গায়ের রং ফর্সা,পড়নে ছিল লাল রংয়ের পাঞ্জাবি ও একটি সাদা রংয়ের সেলোয়ার।উল্লেখ্য তার বাবা মোঃ জয়নাল উদ্দিন ঈদের ছুটি কাটিয়ে ঐ দিন সকালে মাদ্রাসায় দিয়ে আসেন মোঃকামরুল হাসান কে।পরে যখন দিন ঘনিয়ে সন্ধ্যার পর রাত হয়ে যাচ্ছে সে আর মাদ্রাসায় আসতেছেনা দেখে তাহার শিক্ষকবৃন্দরা তার বাবা মোঃ জয়নাল উদ্দিন কে ফোন দিয়ে বলেন মোঃ কামরুল হাসান সন্ধ্যার পর রাত হয়ে গেল এখন পর্যন্ত মাদ্রাসায় আসে নি।তারপর থেকে শুরু হয় চতুর্থ দিকে খুঁজাখুঁজি । মোঃ জয়নাল উদ্দিনে আত্মীয় স্বজনের যত পরিচিত জায়গায় আছে সব জায়গায় খোজাখুজি করে যখন পাওয়া যায় নাই, তখন থেকে মোঃ কামরুল হাসানের বাড়িতে চলে কান্নাকাটি । এদিকে নিখোঁজ মোঃ কামরুল হাসানের আম্মা সহ পরিবাবের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।তাহার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।তাই তার বাবা মোঃ জয়নাল উদ্দিন দিক বেদিক খোঁজাখুঁজি করে তাহার কোন সন্ধান না পেয়ে নিরোপায় হয়ে দেশ বাসী সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছেন,যেন তাহার ছেলে কে যদি কেউ দেখে থাকেন,দয়া করে তাহার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।।
বিঃদ্রঃ-স্থানীয় থানায় জি ডি এন টি করার প্রসেসিং চলিতেছে।।
যোগাযোগের ঠিকানা
পিতা -মোঃ জয়নাল উদ্দিন
গ্রাম -সিংচাপইড়,ইউনিয়নের কুমারকান্দি গ্রাম।
পোঃ-সেওতরপাড়া।
থানা-ছাতক।
জেলা-সুনামগন্জ।
মোবাইল -01787-872759
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া