মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ছাতকে বিএনপির কর্মীসভায় দলীয় ঐক্যের আহ্বান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম : সুনামগঞ্জের ছাতক পৌরসভা ৯নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে আয়োজিত এ সভায় নেতারা দলের মধ্যে ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন।

কর্মীসভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান,আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস,যুবদল নেতা কামাল মিয়া,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, সদস্য সচিব মো. মোজাহিদ হোসাইন, সহ-সভাপতি শরীফ উদ্দিন মাহিব, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহেদ ইয়াসিন, ছাত্রদল নেতা শাওন আহমদ, যুবদল নেতা মজনু মিয়া, নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন রফিক, প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দ জুনেদ আহমেদ।কুরআন তেলাওয়াত করেন হাফিজ মো. এরশাদ আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ: আশরফুল হক খেলন, মো. আকিল আলী, ছালিক চৌধুরী রুকন, আব্দুল আউয়াল, ফরিদ মিয়া, কামাল চৌধুরী, শাহিনুল হক চৌধুরী, ও মো. শফি উদ্দিন।

সভায় নেতারা বলেন, “এই উপজেলার জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের লক্ষ্য হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ছাতক-দোয়ারা আসনে যিনি দলীয় প্রতীক পাবেন, তার পক্ষেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।তারা আরও বলেন,“ঈদের আনন্দের পাশাপাশি মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন।”

কর্মীসভায় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দলকে আগামীদিনে আরও সুসংগঠিত ও সক্রিয়ভাবে মাঠে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656