মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১১ হাজার গাছে চারা বিতরণ করা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি শ্লোগানে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সহযোগিতায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারা দেশের ন্যায় সুনামগঞ্জ যোনের জগন্নাথপুর উপজেলা এরিয়ার ১১ টি শাখায় ১১ লক্ষ ফলজ ও বনজ গাছের চারাগাছ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এ ছাড়াও জগন্নাথপুর এরিয়ার ১১ টি শাখার সদস্যরা ১ লাখ ৩০ হাজার ৬ শ ৮০টি গাছের চারা রোপন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া অফিসের আয়োজনে ১১ লাখ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।

এদিকে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় চারা গাছ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানাজার মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকর্মী নিপা আক্তারের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর এরিয়া ম্যানেজার
বিপুল চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
জগন্নাথপুর শাখার প্রত্যেক সদস্য চারা গাছ গুলো রোপন করে তার সঠিক পরিচর্যা করবেন এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করবেন।

ব্যাংকের মাঠ পর্যায়ে শৃংঙ্খলা রক্ষা ও কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র প্রধানগণ আন্তরিকতার সাথে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য অন্যান্য সদস্যদের মাঝে তুলে ধরতে পারলে এলাকার দরিদ্র জনগনের আর্থ সামাজিক উন্নয়ন করা সহজ হবে।

এক্ষেত্র সকল কেন্দ্র প্রধানদের সহযোগিতা কামনা করেন।

অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন সহকর্মী অভিনয় দাস, কেন্দ্র প্রধান বেগম, আলেয়া বেগম,তসলিমা বেগম,রাজনা বেগম সহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281