শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাফিজ মাওলানা আহমদ শফী সিলেটের বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিতজামালগঞ্জে- ভূমি বিরোধে নিহত ১ , গ্রেফতার – ৪সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।নাসিরনগর থানা পুলিশ একযোগে অভিযান চালিয়ে ৩৮৬ টি অবৈধ অস্র উদ্ধারসুনামগঞ্জ জেলায় নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন যোগদানশাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুজামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে কালচারাল ফোরাম’র এক দশক পূর্তি উদযাপিতজামালগঞ্জে বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভানাসিরনগরে নিবন্ধিত কৃষক থেকে ধান সংগ্রহের উদ্বোধন

জামালগঞ্জে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

কারিভাসা সিলেট অঞ্চল হতে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাস্তবায়িত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা-২০২২-এ ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে জরুরী পূনর্বাসন ও পূনর্গঠন সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাচনা বাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এ সহায়ত প্রদান করা হয়।

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা-২০২২-এ ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে জরুরী পূনর্বাসন ও পূনর্গঠন সহায়তা ইআরপি প্রকল্পের পক্ষ হতে উপজেলা পর্যায় বন্যা-২০২২ এ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, সমাজসেবক, প্রকল্পের সাথে জড়িত উপকারভোগী, স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষকপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, এনজিওপ্রতিনিধি, ৪নং সাচ্নাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুকমিয়া, জামালগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:এরশাদ হোসেন এর উপস্থিতিতে এ্যাডভোকেসী সভার আয়োজন করা হয়। প্রকল্পের কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগনের অনেক চাহিদা ছিল যা এনজিওদের দ্বারা এককভাবে পূরন করা সম্ভব না এক্ষেত্রে সরকারি সাহায্য ূসহযোগিতার প্রয়োজন আছে ।

সভায় উপস্থিত মাঠ কর্মকর্তা মি: সুকুমার এসকস্তা বলেন, কারিতাস হতে উক্ত প্রকল্পের ও মাধ্যমে ১নং বেহেলী ও ৪ নং সাচ্নাবাজার ইউনিয়নে ১৯৫টি পরিবারে ঘর মেরামত, ল্যাট্রিন মেরামত, টিউবওয়েল মেরামত ও জীবিকা সহায়তার জন্য নগদ একাউন্টের মাধ্যমে অর্থ সহযোগিতা করা হয়। অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা ভিন্নতম থাকায় তা পুরনকরা সম্ভব হয়নি। সভার মাধ্যমে সাধারন জনগন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা গুলো তুলে ধরা সম্ভব হয়।

সামাজিকভাবে বা নিজস্ব উদ্যোগে অকেজো টিউবওয়েলগুলো মেরামতকরা সম্ভব এজন্য জনসচেতনতাবৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, এ উপজেলায় অস্বাস্থ্যকর ল্যাট্রিনের ব্যবহার বেশি। বিভিন্ন এনজিওরা মাঠপর্যায় জনসচেতামুলক উঠান বৈঠক করার মাধ্যমে অস্বাস্থ্যকর ল্যাট্রিনের ব্যবহার বদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশ অন্যতম ভূমিকা রাখছে । কারিতাসকে তাদের জনসচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন। সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত পর্যায়ক্রমে উপস্থাপন করে। ৪নং সাচ্নাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুক মিয়া বলেন,আপনারা সরকারি পর্যায় হতে আমাদের ইউনিয়নগুলোতে স্যানিটেশন ও পানিরব্যবস্থার কাজে সহযোগিতা প্রদানে গুরুত্ব দিলে ইউনিয়নবাসী উপকৃত হবে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, প্রথমে এলাকার জনগনের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে এই চাহিদা গুলা পূরনকরা সম্ভব । এ্যাডভোকেসী সভায়উপস্থিত ছিলেন কারিতাস জামালগঞ্জের সবুজ জীবিকায়ন প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মি:ডেনসিল পুডুয়েং, মি: সুকুমারএসকস্তা মাঠ কর্মকর্তা ইআরপি প্রকল্প জামালগঞ্জ উপজেলা। সভাটি সঞ্চালনা করেন মিজ জসিন্তা সুমের প্রকল্প সুপারভাইজার ৪নং সাচ্নাবাজার ইউনিয়ন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধনকৃত পত্রিকা © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281