সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। সোমবার বিকালে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের শুভেচ্ছা ও মত বিনিময়ে করেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী র সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার কাজে ধীড় অঙ্গীকার বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, জেলা পরিষদের সদস্য দীপক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আবুল কালাম সরকার, যুবলীগ নেতা ইমরান তালুকদার, রুবেল আহমেদ, আশিক নুর সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া