মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

জামালগঞ্জে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

সুনামগঞ্জের জামালগঞ্জে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জামালগঞ্জ সোনালী ব্যাংক শাখার আয়োজনে প্রান্তিক কৃষকের আর্থিক সহযোগিতায় মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে ১৩ জনকে ঋণের চেক হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ আবুল হাসেম।

সোনালী ব্যাংক সিনিয়র অফিসার মো.ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক কৃষি ঋণ বিভাগ বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সুব্রত তালুকদার, সুনামগঞ্জ পিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য, সোনালী ব্যাংক জামালগঞ্জ শাখা ম্যানেজার সুমন ভট্টাচার্য। জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা,

এসময় উপস্থিত ছিলেন- কৃষি ব্যাংক জামালগঞ্জ শাখা ম্যানেজার শরীফ আহমেদ, পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার ম্যানেজার দিপংক চৌধুরী, জনতা ব্যাংক সাচনা বাজার শাখা হুমায়ুন আহমেদ, পূবালী ব্যাংক সাচনাবাজার শাখা ম্যানেজার দেলোয়ার হোসেন, সিনিয়র অফিসার আনিসুল হক চৌধুরী, মো: জামাল উদ্দিন, রাহুল সরকার প্রমুখ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ঋন গ্রহিতা কৃষক বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সোনালী ব্যাংক জামালগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন, জামালগঞ্জ কৃষি ব্যাংক শাখার অফিসার মোঃ শরীফ আহমদ, জনতা ব্যাংক সাচনা বাজার শাখার অফিসার হুমায়ুন কবির, পূবালী ব্যাংক সাচনা বাজার শাখার অফিসার মোঃ দিলোয়ার হোসেন মন্ডল, পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার  দীপংকর চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগের পরিচালক মোঃ আবুল হাসেম  বলেন, দেশের নিম্ন আয়ের মানুষকে অল্প টাকায় একাউন্ট খোলার সুযোগ দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ উন্মোচিত হয়েছে। সাধারণ তথ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঋণ সুবিধা পাচ্ছেন। জামানত লাগছে না, অতিরিক্ত কাগজ লাগছে না এর সুফলে দেশের অর্থনীতি এগোচ্ছে। আজকে ক্ষুদ্র উদ্যোক্তারা এক সময় বড় উদ্যোক্তা হয়ে উঠবে। প্রত্যন্ত গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষক, জেলে, কামার-কুমার, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাত্র ১০ টাকার একাউন্ট খোলার সুযোগ দিয়ে তাদের মাঝে ঋণ বিতরণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সহযোগিতায় প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের পরিচালক, কৃষক, ক্ষুদে ও মাঝারি ব্যাবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে কৃষকদের মাঝে ঋনের চেক প্রদান করেন অতিথিবৃন্দ।

##

তৌহিদ চৌধুরী প্রদীপ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656