মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

জামালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ, নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের হাওড়পাড়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি স্মরণে” সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় ২৩ টি ইউনিয়নের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ জামালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’ এর উদ্যোগে শুক্রবার (১৬ জুন ২০২৩) জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী খেলার মাঠে ” সাচনা বাজার ইউনিয়ন বনাম ভীম খালী ইউনিয়নের মাঝে উদ্ভোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এতে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি রেজাউল করিম শামীম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা অমল কান্তি কর এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা ও থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের। খেলায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মাষ্টার, ধর্মপাশা উপজেলা আ’লীগের নেতা সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.নবী হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, সাচনাবাজার বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, ভীমখালি ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নুরুল হুদা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও উত্তর ইউপি চেয়ারম্যান মো: আবু হানিফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোবারক আলী তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আব্দুর রকিব সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, ক্রীড়া প্রেমী ও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। খেলায় ধারা ভাষ্য বর্ণনা করেন, যুবলীগ নেতা খন্দকার শহীদুল ইসলাম।
খেলায়, ভীম খালী ইউনিয়ন কে ২-০ গোলে হারিয়ে প্রথম রাউন্ডে
সাচনা বাজার বিজয়ী হয়েছে।
#
তৌহিদ চৌধুরী প্রদীপ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281