সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশ গ্রহণমূলক উন্মুক্ত বাজেট সভায় সভাপতি করেন ইউনিয়ন চেয়ারম্যান মো: কামাল হোসেন।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে
ইউনিয়ন পরিষদ সচিব গুনেন্দ্র কুমার তালুকদার এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউপি সদস্য মো: আমির হুসেন ও মো: জামাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ রিয়াশত আলী, মোঃ মমিন মিয়া, আতিকুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা বেগম, আরজা বেগম, ঝরনা বেগম সহ ইউনিয়েন বিভিন্ন শ্রেণী পেশার নাগরীকবৃন্দ।
ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক খাতে ২০২২-২০২৩ অর্থ বছরে বরাদ্ধ ছিল ১৩৮১৪৬০১ টাকা ও আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১৩৬৯২৪৪৪ টাকা। এতে ইউনিয়নের নাগরিক সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া