মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

দিরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করছে একটি প্রভাবশালীচক্র। অভিযোগ রয়েছে, স্থাপনা ঠেকাতে গেলে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি দাবি করা হচ্ছে ২০ লাখ টাকা চাঁদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তোয়াছির আলীর মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে দেখভাল করছেন তার মামাতো ভাই ফারুক মিয়া। ২০১৯ সালে রেজিস্ট্রিকৃত আমমোক্তারনামার মাধ্যমে তিনি এই দায়িত্ব পান। কিন্তু সম্প্রতি স্থানীয় বাসিন্দা মাহবুব আহমদ ও জাকির আহমদ ওই জমি জোরপূর্বক দখলে নিয়ে সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন।

অভিযোগকারী ফারুক মিয়া জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা স্থানীয় কিছু সন্ত্রাসীকে ব্যবহার করে লুকিয়ে লুকিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বাধা দিলে তাকে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি দিরাই থানায় লিখিত অভিযোগ দিলেও তা রেকর্ড না করার অভিযোগও তুলেছেন।

সোমবার (২৩শে জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, নির্মাণস্থলে কয়েকজন মিস্ত্রি কাজ করছিলেন। বাহির থেকে ত্রিপল ও টিন দিয়ে আড়াল করে গোপনে কাজ চলছিল। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে মিস্ত্রিরা পালিয়ে যান। একই সময় মাহবুব ও জাকিরও এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত মাহবুব আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “জমিটির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। উভয় পক্ষকে আমরা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বলেছি। আদালত যদি আমাদের নির্দিষ্ট নির্দেশনা দেয়, তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

স্থানীয়দের আশঙ্কা, এ নিয়ে যেকোনো সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এবং বড় ধরণের সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656