মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

দেশ ত্যাগ করে রেহাই পাচ্ছে না রুহুলের পরিবার-!!

রুয়েব আহমেদ স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

রাজনীতি হচ্ছে যার যার নাগরিক অধিকার সরকারী বিধি মোতাবেক একজন নাগরিক সে যে কোন রাজনৈতিক দল বা ইসলামী আন্দোলন করতে পারবে।
টিক সেই আইন অনুযায়ী রুহুল ২০১৩ সাল থেকে বাংলাদেশের নিবন্ধন কৃত ইসলামি আন্দোলন বাংলাদেশ ইসলাী ছাত্র শিবির করে আসছে কিন্তুু ২০১৪ সাল থেকে বর্তমান ২০২৩ সাল এই পর্যন্ত বাংলাদেশের অবস্থা ভয়াবহ কিন্তুু ২০১৮ থেকে ২০২২ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর উপর নেমে আসে এক ভয়ানক আযাব আওয়ামী সরকার যেখানে বিএনপি, জামাত,শিবির, পায় সেখানেই তাদের উপর হামলা। কিন্তু নিজের জান বাঁচাতে দেশ থেকে পালিয়ে ইতালিতে গিয়ে ও শেষ রক্ষা হচ্ছেনা রুহুলের, চলছে পরিবারের ওপর নানান রকম, রাজনৈতিক ষড়যন্ত্র, শান্তিতে নেই কেউই, মূলতঃ রুহুলের পরিবারের সবাই রাজনৈতির সাথে জড়িত, সে নিজেও দেশে থাকতে, ছাত্র শিবির রাজনৈতির সাথে জড়িত ছিলো, তার বাবা চাচা , সবাই, তারা BNP এর সাথে জড়িত, বর্তমানে বাংলাদেশ সরকার আওয়ামীলীগ সরকার,ক্ষমতায় রয়েছে, রয়েছে গ্রামের অনেক বড় বড় নেতা রা,, যারা, রীতিমন রুহুল সহ তার পরিবারের ওপর নানান ভাবে অত্যাচার করছে, সবাই নিজের জান বাঁচানোর জন্য এখন বাড়ী ছাড়া, রয়েছে, ছাত্র শিবিরের, দল নেতা, রুহুলের ওপর জানে মারার হুমকি,এসব থেকে বাচতে গত, ১ ডিসেম্বর ২০২১ সালে নিজের জান বাঁচাতে দেশ থেলে লুকিয়ে পালায়, সে এখন অবস্থান করছে, ইউরোপের দেশ ইতালিতে,, তবুও চলছে নানার ধরনের, ষড়যন্ত্র কি ভাবে তার পরিবার কে, ধবংশ করা যায়, এমন কি রুহুল নিজেও অনেক নির্যাতনের স্বীকার হয়েছে, সেটা আমাদের দেখা, ভালো ভাবে পরিবার নিয়ে বাঁচতে চায় রুহুল,। এমতা অবস্থায় সে রুহুলের বাংলাদেশ থাকা নিরাপদ নয় যেকোনো সময় গঠতে পাড়ে প্রান যাওয়ার দূর্ঘটনা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281