নিজস্ব প্রতিবেদক.
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এতে অংশগ্রহণ করে প্রায় অর্ধশত নৌকা। এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাশে ভিড় করে হাজারো মানুষ।
সোমবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করে স্থানীয় দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।
দুপুরের পর থেকেই এই নৌকা বাইচ দেখতে ডিঙ্গি নৌকা, ট্রলারসহ বিভিন্ন নৌযানে নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন দোয়ারাবাজারে।
সুরমা নদীর পাড়ে বসেছিলো মেলা। এসময় দর্শনার্থীরা বলেন নৌকা বাইচটি নতুন প্রজন্মের মাঝে দেশের ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা দেবে।
নৌকাবাইচ প্রতিযোগিতায় সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অর্ধশত নৌকা অংশ নেয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া পরিচালনা ও দোয়ারাবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি কবির আহমদের সভাপতিত্বে প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে দোয়ারাবাজার পঙ্খিরাজ নৌকা। সন্ধ্যায় খাদ্য গুদাম ঘাটে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানি।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা,দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবদুলাল ধর, উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল খালেক,সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ।
নৌকা বাইচের ঐতিহ্য ধরে রাখতে গ্রামীণ পর্যায়ে সরকারি সহযোগীতা বাড়ানোর আহবান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com