তাইজুল ইসলাম জুয়েল(ময়মনসিংহ)
পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে।কিন্তু সেই দান যদি হয় রক্ত,তবে তার মহত্ব ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে।আর এমনি ভাবে হৃদয় চন্দ্র বিশ্বাস তিনি অন্য ধর্মলম্বী হয়েও একের পর এক মানুষকে রক্ত দান করে যাচ্ছেন।তেমনি গত ২০ ফেব্রুয়ারি রোজ রবি বার রাতে এক মুমূর্ষ রোগীকে রক্ত দানের মধ্য দিয়ে তার ১০ তম রক্তদান পূরণ করলেন।রোগীদের আত্মীয়-স্বজনের কাছ থেকে ফোন কল পাওয়া মাএই শত বাধা উপেক্ষা করে এই সিংস পুরুষ ছুটে ছলেন রক্ত দিতে। আর তার মধ্যেই ২০ ফেব্রুয়ারি সন্ধা৭ টার দিকে তার সাথে যোগাযোগ করা হয় একজন মুমূর্ষ ব্যক্তিকে ময়মনসিংহের চরপাড়া অবস্থিত প্রাইভেট একটা ক্লিনিকে রক্ত দিতে হবে,এদিকে রোগীর অবস্থা খুবই জটিল,রোগীর স্বজনরা ব্লাড না পেয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছেন কিন্তু কোন জায়গায় মেনেজ করতে পারছিলেন না। আর এর মধ্যই “ময়মনসিংহ প্রতিদিন” পত্রিকার রিপোর্টার তাইজুলের কাছে এই খবর পৌছালে তিনি ব্লাডের জন্য হৃদয় চন্দ্র কে কল দেন এবং তিনি ব্লাড দেওয়ার জন্য আশ্বাস দেন।হৃদয় চন্দ্র গাজীপুর চৌরাস্তায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরী করেন,আর তখনি তিনি রওনা হন পরে আসতে আসতে ঘড়ির কাটায় তখন রাত ১১ টা বাজে পরে ব্লাড দেন।হৃদয় চন্দ্র বিশ্বাস তিনি পিতা মাতার একমাএ সন্তান।তার গ্রামের বাড়ি নান্দাইল নতুন বাজার।হৃদয় চন্দ্র ২০১৮সালে আচাঁর গাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০২০ সালে সরকারী শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।তার কাছে ব্লাড দেওয়ার অনুভূতি জিজ্ঞেস করলে সে বলে আজ মহান একুশে ফেব্রুয়ারি -আমার ভাইয়েরা তারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আর সেই একটি মহান দিনে আমি আমার শরীর থেকে আর একজন মুমূর্ষ ব্যক্তিকে রক্ত দিতে পেরে আমি খুব গর্বিত, তবে দোয়া রয়লো রোগীর জন্য।
সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : আব্দুল সুবহান খালেদ