মোঃ সুমন মিয়া নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জের ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে দাড়িয়েছেন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দিলু মিয়া তালুকদার। সংগঠনের পক্ষ থেকে নগদ টাকা ও কাপড় প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকাল ৩টায় আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দিলু মিয়া তালুকদারের পক্ষ থেকে হলিমপুর গ্রামের ক্ষতিগ্রস্থ ১২টি অসহায় পরিবারকে কাপড় ও বৃক্ষ রোপণের জন্য নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন তিনি।
এ সময় ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে গাছের ছাড়া রোপণ করার জন্য নগদ টাকা ও প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনকে কাপড় প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সহ সভাপতি মোঃ আবুল কালাম তালুকদার ছালেক, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান খান, নিস্বার্থ রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা এডমিন রবিন আহমেদ সেজু, স্থানীয় ইউপি সদস্য রিপন দাশ, শিক্ষক আশিষ তালুকদার, মোঃ আরিয়ান আহমেদ রক্তের বন্ধন সোনাপুর, লাল সবুজ আমরা খাইড় সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইন উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক মোঃ আমীর হোসাইন সহ এলাকার জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৫ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর নয়াহাটি যোগেশ মহাজনের বাড়ির ১৪টি বসতঘরে আগুন লাগে এতে ১০টি গরু, প্রায় ২শত মন ধান ও নগদ টাকা আগুনে পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া