নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে সৈয়দ শাহ নূর একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গোপলার বাজার স্ট্যান্ডে সৈয়দ শাহ নূর একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ শাহ নূর একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ওস্তাদ নিজাম উদ্দীন ভান্ডারী, সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া, সাধারণ সম্পাদক সুনামধন্য গীতিকার হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এ-র সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া, গীতিকার নুরুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব, সেলিম আহমেদ, শিল্পী বিরহী মিলন, সাদ্দাম হোসেন, শিল্পী তামান্না রাইসা, শিল্পী লুভনা ভান্ডারী, শিল্পী শাহীন মিয়া প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবছরও সৈয়দ শাহ নুর একাডেমির ইফতার মাহফিল সুন্দর ভাবে শেষ হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান, গীতিকার হাবিবুর রহমান হাবিব এছাড়াও একাডেমির সবার প্রতি বরাবরের মত সুস্থ ধারা সংগীতের ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান। তিনি ঈদের পরে যাতে বাউল শিল্পীরা সুস্থধারা মেনে প্রোগ্রাম করতে পারেন এজন্য তিনি প্রশাসনের প্রতি আহবান জানান।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com