শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের জানাযা অনুষ্ঠিতনাসিরনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন।দোয়ারাবাজারে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত। শান্তিগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সুনামগঞ্জে পানি সংকটে হাজারো পরিবার: নলকূপে উঠছে না পানি-!!সামর্থ্য অনুযায়ী গরীব ও দুঃস্থদের পাশে দাড়ান- পলিন। সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ছুটছেন দর্শনার্থীরা।সুনামগঞ্জে ‘ঠাণ্ডা-গরমের গ্যাঁড়াকলে’ অসুস্থ হচ্ছে শিশুরা।সুনামগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ গোয়েন্দাপুলিশের হাতে আটক দুই(০২)

নারী উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হলো ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স এর ৪র্থ গেট টুগেদার

এনামুল হক ইমন
  • সংবাদ প্রকাশ সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ধানমন্ডির অভিজাত বাফেট রেস্টুরেন্টে ৭ই নভেম্বর রবিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স এর ৪র্থ গেট টুগেদার।

অঞ্জনা মেকআপ আটিস্টি অ্যান্ড একাডেমী আয়োজনে লিজান গ্রুপ প্রেজেন্ট ৪র্থ গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়।

গেট টুগেদার পার্টির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শার্মি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়ারস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও বার্তা ডট টিভির উপদেষ্টা ঈষিকা সাম্মি।

নারী উদ্যোক্তা নিয়ে ব্রাডিং এর আইডল ফ্লোরাস অরল্ড অনলি ফর ওমেন্স গ্রুপের স্বত্বাধিকারী ফ্লোরা রিক্তা তার ফেসবুক পেজ ও গ্রুপ সদস্যদের নিয়ে “লিজান গ্রুপের সৌজন্যে প্রিন্সেস গার্লস ৪র্থ গেট টুগেদার পার্টির আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানটি সু-সম্পন্ন করার জন্য জনপ্রিয় কিছু অনলাইন বিজনেস পেজ এবং অফলাইন বিজনেস প্রতিষ্ঠান স্পন্সরশিপ হিসেবে জয়েন করেন। জনপ্রিয় এই পেজ গুলো অনলাইনে খুবই সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। নিজেদের বিজনেস কে কিভাবে আরো বড় করা যায় এই বিষয় সহ বিজনেস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন অতিথিগণ।

অনুষ্ঠানের উপস্থিত সকল সদস্যদের উপহার আয়োজন করেন গ্রুপের স্বত্বাধিকারী ফ্লোরা রিক্তা।

প্রধান অতিথির বক্তব্যে লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শার্মি বলেন, ঘরে বসে নারীদের অনলাইনে ও অফলাইনে কাজের উৎসাহ দিতেই আমার এই সহযোগিতা। আমি সব সময় নারী উদ্যোক্তা দের সাথে আছি থাকবো। যে কোন প্রয়োজনে তোমরা আমাকে সাথে পাবে।

অনুষ্ঠানে আগত প্রতিটি সদস্য ও বিজনেস মালিক গণ তাদের বিজনেস নিয়ে পরিচিতি বিষয়ক কথা বলার সুযোগ করে দেন ফ্লোরা রিক্তা।

গ্রুপ এডমিন ফ্লোরা রিক্তা তার বক্তব্যে বলেন, আমি গত ৫ বছর যাবৎ আমার ভালো লাগা থেকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তাদের প্রোমোশন করে যাচ্ছি। যাতে একজন নারী নিজে স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশের প্রতিটি নারী নিজের পায়ে দারাবে এইটাই আমার স্বপ্ন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281