রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

নাসিরনগরে “অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি,মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ প্রথম প্রহরে রাত্র ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ১০ ঘটিকায় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাক্কী। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।সভায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সূধীজন। ২১ শে ফেব্রুয়ারি, বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়। ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © All rights reserved © 2018-2025 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281