ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন ৬৫০টি আশ্রিত পরিবারের মাঝে গরু ও মুরগী মাংসসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদের আনন্দ থেকে কেউ যেন বাদ না পরে সেই লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ও জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সহায়তায় নাসিরনগর উপজেলা প্রশাসন ৫৬৯ টি মুসলিম পরিবারকে জনপ্রতি ৩ কেজি করে গরুর মাংস এবং ৮১ টি হিন্দু পরিবারের মাঝে জনপ্রতি ২ কেজি মুরগী, ১কেজি পোলাও চাল, ১কেজি মুসুরির ডাল, ১কেজি তৈলসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার ২৮ জুন ২০২৩ খ্রিঃ ঈদ উপহার প্রদান করা সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। ঈদের আগেই ঈদ উপহার পেয়ে আশ্রয়ণ বাসী খুবই আনন্দিত।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া