ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আশ্রয় প্রকল্পের অসহায় ও দুঃস্থ শিশুদের পাঠদান কর্মসূচীর উদ্বোধন।
মঙ্গলবার ১৬ মে ২০২৩খ্রিঃ বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ভলাকুট ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন আশ্রয় প্রকল্পের অসহায় ও দুঃস্থ পরিবারের শিশুদের ছাত্রলীগের পাঠদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, মহিদুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, আওয়ামী লীগ নেতা অরুণ ভট্টাচার্য, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহুল রায়, কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আবির ইসলাম বাপ্পি সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ, আশ্রয় প্রকল্পের অসহায় ও দুঃস্থ পরিবারের ঝরে পড়া শিশু, এলাকার সর্বস্তরের জনসাধারণ। এই প্রথম এম পি মহোদয়ের নির্দেশে আশ্রয় প্রকল্পের শিশুদের হাতে বই কলম নিয়ে পাঠদান কর্মসূচী চালু করেন নাসিরনগর উপজেলার ছাত্রলীগ। উদ্বোধনে সংগ্রাম এম পি বলেন, উপজেলার সকল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুঃস্থ শিশুদের পাঠদান কর্মসূচী চালু করতে হবে, কোনো শিশু যেন বাদ না যায়। তাদের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সকল শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ