মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

নাসিরনগরে জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় ভিটামিন “এ ” প্লাস ক্যাম্পেইন ১৫-১৮ জুন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ওপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। বক্তারা ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর উপর বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, নার্স, সহকারী মেডিকেল অফিসার, সাংবাদিক, বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধিসহ সূধীজন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281