সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
সোমবার ১২ জুন ২০২৩খ্রিঃ উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবার উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, বুড়িশ্বর ইউ/পি মোঃ ইকবাল চৌধুরী, গোয়ালনগর ইউ/পি চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, হরিপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, কুন্ডা ইউ/পি চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন আহমেদ, চাপরতলা ইউ/পি চেয়ারম্যান মোঃ মনসুর আলী ভূইয়া, ফান্দাউক ইউ/পি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, ভলাকুট ইউ/পি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ব্যাংক এশিয়া ম্যানেজার, ১৩ জন সংশ্লিষ্ট ইউনিয়ন উদ্যোক্তা সহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া