সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর থানা প্রশাসনের আয়োজনে বিকেলে থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিথি ছিলেন, পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি ও ব্রাহ্মণ(পুরোহিত) কল্যাণ পরিষদের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অরুণ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা কার্তিক দাস। এস আই শ্রীবাস চন্দ্র দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজনময় চৌধুরী, ভানু দেব, শাচুনী দাস, সুশেন গোপ, সুজন দাস, সুরঞ্জন দেবনাথ, অরবিন্দু দাস প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৫১টি শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি সভাপতি/ সাধারণ সম্পাদক, সাংবাদিক সহ সুধীজন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় এ বছর ১৫১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com