রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

নাসিরনগরে নৌকা ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর লঙ্গন নদীতে নৌকা ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু। প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান।

বুধবার ৭ জুন ২০২৩ বিকালে নাসিরনগর বাজার সংলগ্ন লঙ্গন নদীতে নৌকা ডুবে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সূত্রে জানা যায়, নাসিরনগর বাজার থেকে গোয়ালনগর ইউনিয়নের রামপুর নোয়াগাঁও গ্রামে নৌকাটি যাত্রীসহ বুঝাই মালামাল নিয়ে রওয়ানা হলে, নৌকার অবস্থা খারাপ দেখে অন্য আর একটি নৌকায় মালামাল তুলতে গিয়ে সেই নৌকার ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ডুবে যাবার সংবাদ পাওয়া মাত্র এলাকার জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকা থেকে যাত্রীসহ মালামাল তুলতে গিয়ে দুইটি শিশুকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কতব্যরত চিকিৎসক গোয়ালনগর ইউনিয়নের রুহুল আমিনের শিশু পুত্র জুমেল মিয়া(৪)কে মৃত ঘোষণা করেন। এবং রুহুল আমিনের অার একটি শিশু পুত্র ইমদাদুল (০২)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। উক্ত সংবাদটি পাওয়া মাত্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ঘটনার স্থান পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নির্বাহী কর্মকর্তা শোকসন্তপ্ত পরিবারের হাতে নগর ২৫ হাজার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রেস ক্লাবের সভাপতি, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656