মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

নাসিরনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনালে নাসিরনগর সদর ইউনিয়ন টিম বিজয়ী

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নাসিরনগর সদর ইউনিয়ন টিম বিজয়ী হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় নাসিরনগরে শুক্রবার ২৩ জুন ২০২৩ উপজেলা প্রশাসনের আয়োজনে বিকালে লক্ষ্মীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের জাতীয় বঙ্গবন্ধু টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, কৃষি কর্মকর্তা আল-মামুন, মৎস্য অফিসার শুভ্র সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়, ধরমন্ডল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, নাসিরনগর ইউনিয়ন চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ হাজার হাজার ফুটবল প্রেমী উৎসুক জনতা। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ফাইনাল খেলায় ধরমন্ডল ইউনিয়ন টিমকে ৩-০ গোলে হারিয়ে নাসিরনগর সদর ইউনিয়ন টিম বিজয়ী হয়েছে। খেলার শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন। এ সময় প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি বলেন, ফুটবল আন্তর্জাতিক ও জনপ্রিয় খেলা, এই খেলা বিলুপ্ত হওয়ায় পথে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর শিশুদের ক্রীড়ামূখী করতে সারা দেশে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাসহ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। যাতে নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে স্মার্ট বাংলাদেশ তৈরী করতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ক্রিয়াঙ্গনকে স্বচ্ছল রাখতে হলে, খেলাধুলা ছাড়া আর কোন বিকল্প নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281