ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাল্টি সেক্টরাল নিউট্রিশন কো-অডিনেশনের সহায়তার উপর কর্মশালা অনুষ্ঠিত।
শনিবার ২৪ জুন ২০২৩ খ্রিঃ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এঁর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম এঁর সঞ্চালনায় পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত কাজ বা প্রচেষ্টার উপর বক্তব্য রাখেন, জাতীয় পুষ্টি সেবার আইপিও ডাঃ সারমিন কাওসার, ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা আল-মামুন, সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া প্রমুখ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন ভূইয়া, সদর ইউনিয়ন চেয়ারম্যান পুতুল রানী দাস, ফান্দাউক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান, ধরমন্ডল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, ইপিআই সাখাওয়াত হোসেন সহস্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া