সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়েছে।
শনিবার ৮ জুলাই বিকাল ২ ঘটিকা হতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে হরিপুর চলা বিল বালেঙ্গাতে, হিরনবেড় গ্রাম থেকে প্রায় ৩৫০ টির অধিক রিং/ ম্যাজিক/ চায়না দুয়ারী জাল জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ টাকা। পরে জনসম্মুখে অবৈধ সকল জাল পোড়ানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার, সহকারী উপপরিদর্শক কামরুল হোসেন, আনসার বাহিনীর সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া