ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে ধনকুরা গ্রামের আয়ুব আলী ৭০ বছরে বৃদ্ধ মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। মোটর সাইকেল আরোহী রোমান মিয়া (২৫)কে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ধনকুরা গ্রামের আয়ুব আলী (৭০) বিকাল ৪.৩০ ঘটিকায় নাসিরনগর বাজারে আসার পথে দাঁতমন্ডল গ্রামের রাশেদ মিয়ার পুত্র রোমান মিয়া (২৫) এর মোটরসাইকেলে দুর্ঘটনায় ধনকুরা নামক স্থানেই মারা যায়। মোটরসাইকেল আরোহী আহত রোমান মিয়াকে মুমূর্ষু অবস্থায় নাসিরনগর উপজেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ তদন্ত সঞ্চয় সরকার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যু আয়ুব আলীকে সুরতহাল প্রতিবেদনের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রকৃয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া