আতিকুর রহমান রুয়েব
শান্তিগঞ্জ প্রতিনিধি: বর্তমান সময়ের আলোচিত ব্যাক্তি গীতিকার ছামির আহমেদ। সুনামগঞ্জ জেলার, শান্তিগঞ্জ উপজেলা পূর্ব বীরগাঁও ইউনিয়ন এর বীরগাঁও গ্রামেই তার জন্ম তার পিতা হচ্ছেন মোঃ আলম উদ্দিন মাতাঃ ছায়ারুন বিবি ছামির আহমেদের বড়ো এক ভাই রয়েছেন,ইতিমধ্যেই সুনামগঞ্জ জেলার সব মানুষের মন জুগিয়ে নিয়েছেন গীতিকার ছামির আহমেদ।
ছামির আহমেদের সাথে সাক্ষাৎকালে ও তার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার শৈশব কেটেছে আমার নিজ গ্রামে, কর্ম সূত্রে আমাকে শহরে যেতে হয়,আমি ছোট থেকে দেখে এসেছি আমার নিজ বাড়িতে বাউল গানের আসর হতো, আমার বাবা বাউল গানের আসর বসাতেন। সেই থেকে আমার বাংলা লোকগানের প্রতি ভালোবাসা জন্ম নেয়। ইতিমধ্যে আমার রচিত অনেক গান, সিনিয়র বাউল শিল্পীরা গেয়েছেন। বাউল বিরহী কালা মিয়া, সৌরভ সোহেল, বাউল সিরাজ উদ্দিন, বাউল সূর্য লাল দাস,বাউল বাবুলাল, বিশ্বজিৎ সরকার, বাবুল আহমেদ পাতা, বাউল প্রবাসী নুরুল, মাহবুবুল হক হাসান,ছালে আহমদ সালাম, খুশী নূরী, লামিয়া সরকার, মিলন সাথী, প্রমা সরকার। এশিয়ান টিভিতে গান গেয়েছেন পাগলা আশিক।গানের শিরোনাম। কার আশায় রইছো মন পাগেলা, তোর পিরিতের জ্বালা, কেমন করে আসলো পাঁখি, তোমার প্রেমে এত জ্বাল, তোমার মনের খাতায় নাম লিখাইছিরে বন্ধু, ভুইলোনা ভুইলোনা রে বন্ধু, আমি যদি যাই হারিয়ে, সময় থাকতে সময় ছিনো, সাধ করে কেহ প্রভু আসি নাই ভবে, তোমার প্রেমে মন মজাইয়া কুলমান কুয়াইলাম।
এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেনো বাকি জীবন দেশবাসীর পাশে থেকে কাটিয়ে যেতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ