মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীন দেশ গুলোর মত হবে-শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৫৬৭ বার পড়া হয়েছে

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,বাংলাদেশ কখনও শ্রীলংকার মত দেউলিয়া দেশে পরিণত হবে না, জাতির পিতার কন্যা প্রদানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেনতৃত্বে বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীনের মতো দেশগুলোর সাথে পাল্লা দিচ্ছে । কারণ বাংলাদেশ এখন বিশ্ব সমাজের মাঝে আছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে, এটা নিয়ে কোন সন্দেহ নেই, নির্বাচনকে ঘিরে যদি কেউ শান্তি প্রিয় দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কষ্ট পেয়েছেন। এখন বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। ১০ লাখ টন কয়লা আমদানি ইতিমধ্যে আমদানি করা হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের হলরুমে হতদরিদ্র ৪১০ টি পরিবারের মাঝে স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫লাখ ২৬ হাজার ৯৭৫ টাকার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান পলিত বখত, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আনোয়ারুজ্জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন ও ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম শিপন, আব্দুল গণি ভান্ডারী প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281