বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

মাদক নির্মূলে সমন্বিত ভাবে কাজ করতে হবে- ড.মোশাররফ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের কমিশনার ডঃ মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, মাদক নির্মূলে তৃণমূল পর্যায়ে সমন্বিত ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ কিন্ত মাদক দ্রব্য প্রধান অন্তরায় । মাদকের ভয়াবহতা সারা দেশে ,যুব সমাজ কে ধ্বংসের অন্যতম কারণ। মাদকের চাহিদা কমালে সরবরাহ ও কমে যাবে। সরকার চেষ্টা করছে কিন্ত সবার সম্মিলিত সহযোগিতার দরকার। জেলার বিভিন্ন সীমান্ত সীমান্ত রক্ষা বাহিনীর আরও টহল জোরদার করতে হবে। বর্ডার কে নিশ্চিদ্র নিরাপ্তার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার মাধ্যমেই মাদকের হ্রাস করতে হবে। মাদক নিরাময় কেন্দ্র গুলো মান সম্মত নয় মান সম্মত ভাবে গড়ে তুলতে হবে।

১২ জুন রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলার এফ আই ভিডিবি হল রুমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন,সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রজত সোম মানস জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান।

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বোরহান উদ্দিন ও ইফতিসাম প্রীতির সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী , দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বাবু,এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, ২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান, জেল সুপার নুরশেদ আহমদ ভূইয়া,সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, সুনামগঞ্জ জেলার ইউএনও গণ ও অন্যান্য কর্মকর্তাগণ সুশীল সমাজের প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281