স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন শান্তিগঞ্জের শিক্ষার্থীরা।
বুধবার রাতে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তারা এমন তথ্য জানান৷ শিক্ষার্থীরা জানান, গত ১৭ জুলাই শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের বাঁধা প্রদান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকিধামকি দেয়ার প্রতিবাদে এমন প্রদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তালিকা হচ্ছে। শিগগিরই সকল প্রক্রিয়া সম্পন্ন করে আইনি লড়াই করবেন তারা৷
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া