কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে অতর্কিত দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী
জানা যায় রাত রাত ৮.১০ মিনিটের রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সি ব্লকের সাব-ব্লক-এম/৯ এর মাঝিরা ভলান্টিয়ার ডিউটি বন্টনের সময় রোহিঙ্গা ক্যাম্প-১০ থেকে আগত প্রায় ১০-১৫ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।এতে হামলায় গুরুতর জখম হয় সৈয়দ আলম (৪০), রহিম উল্লাহ(৩৬),আজিম উদ্দিন(৩৫)। হামলার পরপরই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরবর্তীতে হামলায় গুরুতর আহত আজিমউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় পার্শবর্তী এনজিও’র এম.এস.এফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ক্যাম্পে দায়িত্বরত ৮-আর্মড পুলিশ ব্যাটলিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত অক্টোবর/২০২১ সালে ক্যাম্প-১৮ তে ৬ মার্ডার ঘটনা ঘটার পর ৮ এপিবিএন এর সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছায় পাহারা সিস্টেম চালু করা হয় যার ফলে দুষ্কৃতকারীরা পার্শ্ববর্তী ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে । এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার , আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছাপাহারা সিস্টেমকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত আক্রমণ করে পালিয়ে যায়।
তিনি আরও জানান দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান ও ব্লক রেইড অভিযান অব্যাহত আছে।থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com