শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মখলেসুর রহমান (৬০) নামের আরো একজনের মৃত্যু ঘটেছে। সংঘর্ষে আহত মখলিসুর রহমান পুলিশের ভয়ে এক আত্মীয় বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি তার ওই আত্নীয়ের বাড়িতেই মৃত্যুবরণ করেছেন বলে জানাগেছে৷
তিনি মালদার বলয়ের লোক ছিলেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ এ দাঁডিয়েছে।
সোমবার সকাল ১১ টায় শান্তিগঞ্জের হাসনাবাজ গ্রামে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত হন গ্রামের বাবুল মিয়া, নুরুল ইসলাম ও শাহজাহান মিয়া। গ্রামের দ্বীন ইসলাম সমর্থক এবং সুনু মিয়া ও জুনাব আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী আরো একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ওই এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ৷ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া