,সলফ যুব উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র পরিষদের সভাপতি সুমেল আহমেদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোশাররফ হোসাইন রাজুর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উক্ত পরিষদের সাধারণ সম্পাদক মুস্তাকিম মির্জা ,সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন,সাবেক সদস্য সদরুল আলম,২নং ওয়ার্ডের মেম্বার মনির উদ্দিন,গ্রামের মুরুব্বিয়ানে কেরাম এবং পরিষদের সদস্যবৃন্দ।
পরিষদের সভাপতি সুমেল আহমেদ আরো বলেন, আমাদের এই পরিষদের সবার প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত এগিয়ে এসেছি, এবং আমাদের লক্ষ হচ্ছে সমাজের সাধারণ মানুষদের পাশে দারিয়ে তাদের হাতকে আরো শক্তিশালি করা, অসহায় ছেলে মেয়েদের লেখা পড়া করানো, সব মিলিয়ে আমাদের ভালো লক্ষন গুলো নিয়ে আমরা এই পরিষদ গঠন করেছি, সেই লক্ষ অনুযায়ী আমরা এই ঈদুল আযহায় সামান্য পরিসরে কিছু ভাইদের পাশে দারিয়েছি।
তথ্য সংগ্রহ করতে গিয়ে জানা জায় গ্রামের সাধারণ মানুষ বল্লেন আমরা ও পরিষদের পাশে আছি কারন সমাজের এই বয়েসের ছেলেরা যে এতো বড়ো লক্ষ নিয়ে যে একটি পরিষদ গঠন করেছে তা দেখে আমরা গ্রামবাসি ধন্য। এবং তাদের কাজ দেখে আমরা গ্রাম বাসি ও এক হয়েছি তাদের পাশে তাকবো এবং তাদের সহযোগিতা করে যাবো
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া