মোঃ শাকিল আহমেদ, চৌহালী উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের চৌহালীতে চলতি এসএসসি-ভোকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় ফিরোজ (২০) পিতা- মোকাদ্দেস, গ্রাম শাহজানী নাগরপুর এবং আনোয়ার পিতা- ইসমাইল, গ্রাম ফুলহারা,উপজেলা চৌহালী এই দুইজন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসল পরীক্ষার্থী নুর হোসেন ও ওসমান কে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তত্ত্বের ভিত্তিতে খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব থাকা সোহেল রানা সাংবাদিকদের সামনেই এই ভুয়া পরীক্ষার্থী আটক করেন। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন বলেন আটককৃত দুইজন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে। খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভোকেশনাল বিভাগের ছাত্র নুরহোসেন এবং ওসমান। তাদের পরিবর্তে এ কেন্দ্রে আজ গনিত বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থী ফিরোজ ও আনোয়ার কে গ্রেফতার ও আসল পরীক্ষার্থী নুর হোসেন ও ওসমান কে বহিষ্কার করেন। বহিষ্কারকৃত আসল পরীক্ষার্থী নুর হোসেন ও ওসমান খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভোকেশনাল বিভাগের ছাত্র।
চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ বলেন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। দায়িত্বে অবহেলা বিষয়ে কেন্দ্র সচিব মোঃ নুরুজ্জামান বাদশা কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমাদের ভোকেশনাল শাখায় শিক্ষক কম, আমরা সঠিক ভাবে পরীক্ষার কেন্দ্রে শিক্ষক দিতে পারি না। তিনি আরও বলেন ভুয়া পরীক্ষার্থী বিষয়ে আমাদের জানা ছিলো না আজ আপনাদের মাধ্যমে জানতে পেরে তাদের বহিষ্কার ও আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com