সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে বহিরাগতদের মারধরে একিউএম শামসুল হুদা ইমরান (৩০) নামের এক ছাত্র আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এমসি কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত ইমরানকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র।
আহত ইমরান বলেন, ‘বহিরাগতদের দখলে এমসি কলেজ হোস্টেল। তারা পঞ্চম ব্লকের ৫০৫, ৫০৩ রুম দখল করে আছে। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে অনার্স শেষ বর্ষের ছাত্র রাফসান সাইকেলে করে ছাত্রাবাসে আসছিল। এ সময় সরাফ ও শাকিল নামের কয়েকজন সাইকেল আটকিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি করছিল। আমি রুম থেকে গিয়ে জানতে চাইলে তারা আমাকে গালাগালি শুরু করে। এ সময় মাহিন তালুকদার নামের একজন বহিরাগত এসে চুপ থাকতে বলে। তখন তারা রাফসানকে মারধর শুরু করে। আমি প্রতিবাদ করায় সরাফ, শাকিল, মাহিনসহ আরও কয়েকজন মিলে আমাকে মারধর করে।’
সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘ছাত্রাবাসে ঝামেলা হয়েছে বলে শুনেছি।
মাহিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমসি কলেজে মাহিন রাজনীতি করেন এতটুকুই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’সিলেট মহানগর পুলিশের শাহ পরাণ থানার ওসি আবুল খায়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া