সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় দায়িত্বরত সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার এএসআই সুমন।
সোমবার (১০জুলাই) শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে ওই এএসআইকে সম্মননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার পাওয়া দোয়ারাবাজার থানার এএসআই সুমন চন্দ্র দেব বলেন, পুরস্কারে কাজের অনুপ্রেরণা যোগায়। ওই পুরস্কার প্রাপ্তিতে আমাকে আরো প্রেরণা যোগাবে। সেবা করাই হচ্ছে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি ভবিষৎতে আরো এগিয়ে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, এএসআই সুমন চন্দ্র দেব পুরস্কৃত হওয়ায় গোঠা দোয়ারাবাজারবাসী গর্বিত হয়েছে। তাঁর সফলতায় দোয়ারাবাজার থানার পুলিশের অফিসাররাও গর্বিত। ওই পুরস্কার প্রাপ্তিতে সুমনকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া