সুইডেনে মহা গ্রন্থ পবিত্র আল- কোরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটের সামনে পথসভা করেন বিক্ষোভকারিরা।
উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার এর সভাপতিত্বে ও মাওলানা রায়হান বিন আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমেদ, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলমগীর, যুব জমিয়ত সভাপতি মাওলানা বিলাল আহমদ সালেহী, ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আরশাদ খান প্রমুখ।
বক্তারা বলেন, সুইডেনে মহা গ্রন্থ পবিত্র কোরআন পোড়িয়ে যে দৃষ্টতা দেখিয়েছে তা আমাদের মুসলিম জাহানের হৃদয়ে আগুন প্রজ্বলিত। এই অপরাধীর দৃষ্টান্তমুল শান্তি দাবী জানিয়েছেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের নেতাকর্মী ও মুসলিম জনতা
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া