গত মঙ্গলবার ৩০মে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালিবাজার সংলগ্ন একটি বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
উপজেলার জয়কলস ইউনিয়নের মৃত আব্দুল সমাদের পুত্র মোঃ সমসুন্নুরের পক্ষে তার
ভাতিজা আমির উদ্দিন লিখিত বক্তব্যে বলেন। উপজেলার জয়কলস ইউনিয়নের মৃত আব্দুল সমাদের পুত্র তার চাচা মোঃ সমসুন্নুরের ভোগ দখলিয় জমি দখল ও চাঁদাবাজি করে আসছে একই গ্রামের সোহাগ,জীবান আলী,মারজান আলী,মুক্তার আলী,এরশাদ আলী গংরা। তাদের অন্যায় অত্যাচার, ভূমিদখল সহ নানা অপরাধের কারনে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভূক্তভোগীরা। লিখিত বক্তব্যে আমির উদ্দিন বলেন দক্ষীন সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানার জামলাবাদ মৌজার জেএল নং ১৭৮, আরএস জেএল নং- ২৬,এস.এ খতিয়ান নং-৩৫০,আরএস ফাইনাল কতিয়ান নং-৬৯২,এসএ দাগ নং-৩৪০৭,মোট ৪৫ শতাংশ, ও আরএস দাগ নং ৫০২৯-৫০০৭, যতাক্রমে পরিমান ১০ শতক,এবং ২৬ শতক মোট =৩৬ শতাংশ চারা রখম ভূমির বৈধ মালিক হিসেবে দীর্ঘদিন যাবত তার চাচা সমসুন্নুর ভোগদখল করিয়া আসিতেছেন। সপ্রতি এই ভূমির উপর দিয়ে সরকারী রাস্তা হওয়ার কারনে জমির মুল্য বৃদ্ধি পায় বিদায় ভূমিখেকো চক্রের নজরে পড়ে। উক্ত ভূমিতে বাউন্ডারী দেওয়ার প্রয়োজনে তারা গত ৩মে সিমানা পিলারের জন্য মাপযোক করিতে গেলে তাদের ভূমিতে অনধীকার প্রবেশ করিয়া সংঘবদ্ধ ভূমিখেকো চক্রের সদস্য সোহাগ সহ অন্যান্যরা বাধা সৃষ্টি করত তাদেরকে প্রাণনাশের হুমকী দেয়। পাশাপাশি উল্লেখিত জমি ভোগ করিতে হইলে তাদের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে প্রতিপক্ষরা। এতে ভূক্তভোগীরা প্রতিবাদ করিলে তাদেরকে মারপিট করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ বিষয়ে মাননীয় আমল গ্রহনকারী জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত সুনামগঞ্জে মোঃ সমসুননুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যাহা বর্তমানে তদন্তাধীন রয়েছে। কিন্তু মামলা দায়েরের পর থেকে পূর্বের ন্যায় আইনের আশ্রয় নেওয়ার কারণে খুনখারাপি সহ প্রাণনাশের হুমকী অব্যাহত রেখেছে ভূমিখেকো চক্র। যে কারনে তারা নিরাপত্তাহিনতায় ভূগিতেছেন। সংবাদ সম্মেলনে তাদের জমি দখল মুক্ত সহ ভূমিখেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করার দাবী জানেয়েছে ভূক্তভোগী পরিবার।
এসময় উপস্থিত ছিলেন,রহিম উদ্দিন,ছাদক মিয়া, রুহেল মিয়া, আজির উদ্দিন,দানিছ মিয়া,রাসেল মিয়া, আমির উদ্দিন,সামসুনুর সহ এলাকার অনেক লোকজন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া