মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত ২,আহত ২৫ এবং আটক ১ জন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৬০৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারী সড়ক দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ ২ জন নিহত,পুলিশ সদস্যসগ আহত ২৫ জন। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।

নিহতরা হলেন উপজেলার কার্তিকপুর গ্রামের কাজু মিয়ার ছেলে সাবেক মেম্বার হাবিবুর রহমান (৪৫) ও অপরজন একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হেলাল মিয়া (২৫)। এ ঘটনায় পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা উপজেলা কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান এবং নিজাম উদ্দিন গ্রুপের লোকজনের মধ্যে সাতপাড়া বাজারে সরকারী সড়ক দখল করে ঘর তৈরী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষ নিয়ে বসে মিমাংসা করার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশের উপরও হামলা করা হয়। এ সময় বুকে টেটা বিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
পরে হেলাল মিয়া (২৫) নামের অপরজনকে গুরুতর ্টাহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২ জনে দাড়াঁলো। তবে হেলাল মিয়ার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাতপাড়া বাজারে দু”পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার সহ ২ জন নিহত হয়েছে। এছাড়াও পুলিশসহ অন্তত আরো ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনো অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281