মোঃ শরীফ উদ্দিন, সদর প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় অশনির কারণে সুনামগঞ্জ জেলাসহ দেশের সিলেট বিভাগের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অস্বাভাবিক বন্যার সৃষ্টি হয়।যার ফলে এই অস্বাভাবিক বন্যার মানুষের ক্ষয়-ক্ষতির পাশাপাশি সবধরনের যোগাযোগ ব্যবস্থা বাঁধাগ্রস্থ হয়েছে। সিলেট জেলার প্রাথমিক সহকারী পরীক্ষা ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ জেলার শহরের সাথে এই অকাল বন্যার কারণে সড়ক পরিবহন ব্যবস্থা প্রায় উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। জেলার প্রাথমিক সহকারী পরীক্ষায় অংশ গ্রহণ করা পরীক্ষার্থীরা ভেবে ছিল সিলেট জেলার মতই হয় তো এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সুনামগঞ্জ জেলার প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা যাতে পরবর্তী ধাপে বা পরবর্তী অন্য সময়ে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর হোসেন স্যার কোন ব্যবস্থা গ্রহণ করবেন।কিন্তু জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর হোসেন স্যার জেলা সদরের যে সকল পরীক্ষা কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন যে,পরীক্ষা কেন্দ্রগুলো জেলা সদরে হওয়ার এখনও সেখানে পরীক্ষা নেওয়ার মতো সু-ব্যবস্থা রয়েছে। তাই আগামীকাল ২০ই মে সুনামগঞ্জ জেলার প্রাথমিক সহকারী পরীক্ষা পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা যেন যথা সময়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেন সে জন্য আরও নানা রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com