মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে কালচারাল ফোরাম’র এক দশক পূর্তি উদযাপিত

হাকীম আফতাব উদ্দিন ::
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

“চলো আলোর মিছিলে দাঁড়াই- নিজে বাঁচি, বাঁচিয়ে রাখি সংস্কৃতি’’ প্রতিপাদ্যকে ধারণ করে সুনামগঞ্জ কালচারাল ফোরামের এক দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়নে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। এর আগে বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষ রোপন করে এক দশক পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় মিউজিক কম্পোজার, সুরকার ও কন্ঠশিল্পী আকাশ মাহমুদ। এছাড়াও দেশখ্যাত শিল্পী সুনামগঞ্জের সন্তান প্রিন্স রুবেল ও পাগল হাসানের গানে মাতেন দর্শকরা। দেশখ্যাত সংগীত শিল্পীদের পাশাপাশি কালচারাল ফোরামের সদস্য ও শিশুশিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে কালচারাল ফোরামের উপদেষ্টা আ.ত.ম সালেহ ও বাউল মকরম শাহর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে আতম সালেহকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন আতম সালেহর মেয়ে সুমাইয়া শাবনবী।
কালচারাল ফোরামের সভাপতি সুহেল রানা’র সভাপতিত্বে ও থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, লোকসংস্কৃতির জেলা আমাদের সুনামগঞ্জ। আমাদের কর্মকান্ডে আমরা তা প্রমাণ করছি। এই কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছে কালচারাল ফোরাম।
শিল্পকলা একাডেমির মিলনায়তনের নানান সমস্যার বিষয়ে তিনি বলেন, আমাদের এই মিলনায়তনে লাইট, সাউন্ড সহ নানান সমস্যা রয়েছে। এ সম্পর্কে আমাদের পরিকল্পনামন্ত্রীর সাথে কথা হয়েছে। এই মিলনায়তনকে সংস্কার করা হবে। এরপর একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক মিলনায়তন আমরা পাবো।

প্রধান অতিথি নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জ হাছনরাজা, আব্দুল করিম, রাধারমনের শহর। তাদের নিয়ে আমরা গর্ব করি। কালচারাল ফোরামও সেই ধারায় কাজ করছে। আমি তাদের এই কর্মকা- চালিয়ে নেয়ার জন্য ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এক দশক পূর্তি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের প‍্যানেল চেয়ারম্যান১ মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, কালচারাল ফোরামের উপদেষ্টা অনিসিমাস চৌধুরী, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281