মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জ প্রতিনিধি : সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ ও সংবাদ প্রকাশের জেরে সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র এর উপর হামলা ও শারীরিক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। শহরের ট্রাফিক পয়েন্টে দুপুরে এই মানববন্ধনে সাংবাদিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের উপর হামলা, মামলা,হয়রাণি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবেনা। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা,গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের ঠৌঁটি ধরতে চায় অশুভ চক্র। সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের উপর হামলাকারীদেন বিচারের আওয়তায় আনতে প্রশাসনের নিকট দাবি করেন বক্তরা।

এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, জসিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সুনামগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। ##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281