সুনামগঞ্জে সামছুল হক নামে এক যুবক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (১০ জুলাই) সকালে আসামির উপস্থিতিতে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা ১ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি সাহাব উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার নুরুজপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়,২০২১ সালের ২রা অক্টোবর সামছুল হক তার স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে রেখে বিকেলে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে তার স্ত্রী সন্তানেরা অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাননি। নিখোঁজের তিনদিন পর একই উপজেলার ইসলামপুর গ্রামের হাওরের জমিতে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় সামছুল হকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে সাহাব উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার দীর্ঘ বিচারকার্য শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ আসামি সাহাব উদ্দিনকে আমৃত্যু কারাদন্ড প্রদানের রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া