তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট এর সহায়তায় ” কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠন”এর আয়োজনে পুরান লক্ষনশ্রী গুচ্ছগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে দুইজন মেডিকেল অফিসার ও পাঁচ জন কমিউনিটি প্যারামেডিক মিলিত ভাবে ২৯০ জন হত দরিদ্র ও মুজিব পল্লীতে বসবাসরত সাধারন মানুষ কে এই ফ্রি চিকিৎসা সেবা প্রধান করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের এর পুরান লক্ষনশ্রী গুচ্ছগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১০ই নভেম্বর ভৌলাখালি সরকারি প্রথমিক বিদ্যালয়, তাহিরপুর ও ১৭ নভেম্বর সলুকাবাদ ইউনিয়ন পরিষদ, বিশ্বম্ভপুর এ আরো দুটি হেলথ ক্যাম্প এ প্রায় ৪৫০ এর অধিক হত দরিদ্র মানুষ কে চিকিৎসা সেবা প্রধান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুইস কন্ট্রাক্ট এর আস্থা প্রকল্পের কর্মকর্তা নুর আহমদ, সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠন এর সভাপতি, এনামুল হক ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলী, ও সুনামগঞ্জ জেলা বাস্তুহারালীগের সভাপতি এম এ ওয়াদুদ, ও স্থানীয় জন প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এ বিষয়ে সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠনের সভাপতি, এনামুল হক বলেন, ‘আমরা রোগিদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতেই মূলত ক্যাম্পের আয়োজন করেছি। বিগত কয়েক বছর যাবত আমরা কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠন সদস্যরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জে গুচ্ছগ্রামে মুজিব পল্লীতে চিকিৎসা সেবা করলাম। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে।’
এতে অসহায় মানুষের মাঝে হাসি ফুটে উঠে। আর এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ । আগামীতে ও এই ফ্রি চিকিৎসা অব্যাহত রাখার জন্যে অনুরোধ জানান অসহায় মানুষ।
সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : আব্দুল সুবহান খালেদ