চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।
১। সর্বমোট হজযাত্রীর সংখ্যা : ১ লক্ষ ২২ হাজার ৫৫৮ জন
২। সরকারি হজযাত্রী : ১০৩৬০ জন
৩। বেসরকারি হজযাত্রীর সংখ্যা : ১ লক্ষ ১২ হাজার ১৯৮
৪। সৌদি আরব গমন করেছেন ৯২ হাজার ৮৭২ জন
৫। মোট গমনকৃত ফ্লাইটের সংখ্যা ২৪৮ টি
৬। সৌদি আরবে ইন্তেকাল করেছেন মোট ২১ জন হজযাত্রী। পুরুষ ১৮ জন, মহিলা ৩ জন।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৮২ হাজার ৭৫৫ জন,এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া